স্টাফ রিপোর্টারঃ এবারের এইচএসসির ফলাফলে সিলেট বোর্ডে পাশের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে মৌলভীবাজার জেলা। এ জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৯’শ ১৫ জন। এর মধ্যে ৬ হাজার ৯’শ ৬৯ জন ছেলে এবং ৮ হাজার ৯’শ ৪৬ জন মেয়ে। জেলায় সর্বমোট পাশ করেছে ৯ হাজার ৭’শ ১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪ হাজার ১’শ ২১ জন ছেলে এবং ৫ হাজার ৫’শ ৮০ জন মেয়ে। সেই হিসেবে জেলায় পাশের হার ৬০ দশমিক ৯৬ শতাংশ। আর এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২শ’ ৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১শ’ ১০ জন ছেলে এবং ৯৭ জন মেয়ে। তবে প্রথম অবস্থানে সিলেট, দ্বিতীয় হবিগঞ্জ ও তৃতীয় অবস্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা।
এইচএসসিতে সিলেট বোর্ডে পিছিয়ে মৌলভীবাজার
