স্টাফ রিপোর্টারঃ ইভটিজিং ও ধর্ষণের প্রতিবাদে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে রোববার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও মহা সচিব মিজানুর রহমান রাসেল এর পরিচালনায় বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, জেলা যৌন হয়রানী নির্মূল করণ নেটওয়ার্ক এর সভাপতি রাশেদা খাতুন, কেএম আকলু, শেখ মোঃ কামরুল হাসান, ফয়ছল মনসুর নাফিজ ইমতিয়াজ চৌধুরী, আহমদ আলী সায়েম, মারুফ রহমান, রাফসান রাজা জাওয়াদ, তামিমুল ইসলাম
এছাড়াও শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে মৌলভীবাজার জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ইভটিজিং ও ধর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
