স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজে সেশন ফি ও ভর্তি ফি’র নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এলাকার হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীরা বাধ্য হয়ে ওই টাকা পরিশোধ করছেন। অথচ বছরের মধ্যখানে এসে শিক্ষার্থীদের কাছ থেকে এধরনের টাকা আদায় করতে শিক্ষা বোর্ডের কোনো নির্দেশনা নেই। কলেজ কর্তৃপক্ষ তাদের ইচ্ছা অনুযায়ী এ ফি নিচ্ছে। এনিয়ে অনেক অভিবাবকরা ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থী একাধারে দুই মাসের বেতন দিতে না পারলে তাদের ভর্তি বাতিল করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা পূণরায় পাঠদান শুরু করতে চাইলে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি বাবত ৯’শ ৫০ টাকা ও ভর্তি ফি বাবত ১’শ ২০ টাকা পূণরায় আদায় করা হচ্ছে।
নাম গোপন রাখার শর্তে বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর একাধিক শিক্ষার্থী বলেন, বছরের শুরুতে ভর্তি ফি দিয়েছি। এখন আবার আমাদের কাছ থেকে ভর্তি ফি ও সেশন ফি’র টাকা আদায় করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষের চাপে টাকা পরিশোধ করছি। অনেক অসহায় অভিভাবকের কাছে টাকা না থাকায় ঋণ করে টাকা পরিশোধ করছেন।
একটি দায়িত্বশীল সূত্র বলছে, পুন ভর্তি ও সেশন ফি আদায়ের রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নানা মন্তব্য করেন এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা। এটা দেখে বিদ্যালয় কর্তৃপক্ষ রোববার ওই সকল শিক্ষার্থীদের এনে পুন ভর্তি’র টাকা ফেরত দেয় এবং বিষয়টি নিয়ে কারো সাথে আলোচনা করতে নিষেধ করেন।
এবিষয়ে তারাপাশা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুর রহিম খান বলেন, এখানে আমার কোনে এখতিয়ার নেই। বিদ্যালয় পরিচালনা কমিটি যেভাবে সিদ্ধান্ত দিয়েছে আমি এটা বাস্তবায়ন করছি মাত্র। আমার কিছু করার নেই। এটা বোর্ডের নির্দেশ না বিদ্যালয় পরিচালনা কমিটির অভ্যন্তরীণ সিদ্ধান্ত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত।
রাজনগরে পুন ভর্তি’র নামে অতিরিক্ত টাকা আদায়
