স্টাফ রিপোর্টারঃ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা প্রদানের দাবিতে মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। সোমবার সকাল ৯টা থেকে পৌরসভার সামনে এ কর্মবিরতি শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
এসময় কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনের দাবিতে স্লোগান দিতে থাকেন।
পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন মৌলভীবাজার পৌর শাখার সভাপতি প্রকৌশলী আব্দুল মুমিন এর সভাপতিত্বে ও মইনুল ইসলাম এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, বিভাগীয় সভাপতি সৈয়দ নকিবুর রহমান, জেলা সভাপতি আব্দুল মালেক মতিন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান ও কাউন্সিলর ফয়ছল আহমদ প্রমুখ।
মৌলভীবাজার পৌরসভা কর্মকর্তা কর্মচারিদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
