স্টাফ রিপোর্টারঃ উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের ভাতা বিতরণে হয়রানির অভিযোগ উঠেছে। সকাল ৯টায় এসেও অনেকে বিকাল ৪টা পর্যন্ত টাকা পাচ্ছেন না। আবার অনেকের কাছ থেকে বাড়তি টাকা নিয়ে সাথে সাথে ভাতা দেয়ার অভিযোগ উঠেছে। কয়েকজন দলনেতা বলেন, আনসার কর্মকর্তারা আমাদের না বলে ভাতার টাকা তুলে রেখেছেন। সকাল থেকে তাদের অপেক্ষা করেও টাকা পাচ্ছি না।
এদিকে গত ১৮ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের কাছ থেকে উৎকোচ নিয়ে দায়িত্ব (ডিউটি) দেওয়ার অভিযোগ উঠেছিল। তখন উৎকোচ দিতে ব্যর্থদের নাম নানা অভিযোগ দেখিয়ে কেটে দিয়ে ছিলেন উপজেলা টিআই। এর মূলে রয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি’র কতিপয় অসাধু কর্মকর্তা।
জানা যায়, সরকারি নীতিমালা অনুযায়ী ভ্যাট ও রাজস্ব কর্তন করে পিসি/এপিসি সদস্যদের দেয়া হচ্ছে ৩ হাজার ৪’শ ৪২ টাকা এবং আনসার ভিডিপি সদস্যদের দেয়া হচ্ছে ৩ হাজার ১’শ ৪২ টাকা। রোববার ও সোমবার দুদিন এ টাকা বিতরণ করা হয়। সকাল থেকে এসেও অনেক সদস্যরা টাকা পাচ্ছেন না। প্রতিবেদক সরেজমিন মৌলভীবাজার কোর্ট এলাকায় অবস্থিত জেলা আনসার ভিডিপি কার্যালয়ে গেলে নির্বাচনী ডিউটি পালনকারী সুমন, শামীম, সাইফুল ইসলাম ও সঞ্চিত বলেন, আনসার কর্মকর্তারা অনেকের কাছ থেকে টাকা নিয়ে সিরিয়েলের ধারাবাহিকতা রক্ষা না করে টাকা প্রদান করছেন। আবার অনেককে নানা অভিযোগ দেখিয়ে আজ টাকা দেয়া হবে না বলে ফেরত পাঠাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক দলনেতা বলেন, আমার ২টি দলে ২৪ জন সদস্য রয়েছেন। নির্বাচনের সময় জন প্রতি ৫’শ টাকা উৎকোচ দিয়ে ডিউটি নিতে হয়েছে। এসময় উপস্থিত অনেকেই অভিযোগ করে বলেন, জনপ্রতি ৫’শ থেকে ১ হাজার পর্যন্ত উৎকোস দিয়ে নাম অন্তর্ভুক্তি করাতে হয়েছিল। কিন্তু এখন টাকা নিতে এসেও আমাদের হয়রানির স্বীকার হতে হচ্ছে।
জেলা আনসার ভিডিপি অফিস জানায়, জেলার ৭টি উপজেলায় ৫১৯টি নির্বাচনী কেন্দ্র ছিল। প্রতিটি কেন্দ্রে একজন পিসি, একজন এপিসি, ছয়জন পুরুষ, চারজন নারীসহ ১২ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করেন। সে হিসাবে জেলায় মোট আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করে ছিলেন ৬ হাজার ২’শ ২৮ জন।
এবিষয়ে মৌলভীবাজার জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ অভিযোগ গুলো অস্বীকার করে বলেন, “ ভোটার আইডি কার্ড দেখে প্রত্যেককে টাকা দেয়া হচ্ছে। এখানে বাড়তি টাকা আদায় করার কোনো সুযোগ নেই।
মৌলভীবাজারে আনসার ভিডিপি সদস্যদের ভাতা বিতরণে হয়রানি
