স্টাফ রিপোর্টারঃ ৫ম রাজনগর প্রিমিয়ার ক্রিকেট লীগ (আরপিএল) টি-টেন সুপার কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৯ এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্টান রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ জুন রাজনগর ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশনের আয়োজনে এসোসিয়েশনের সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মুশাহিদ খান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মো. মিলন বখ্ত। বিশেষ অতিথি ছিলেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর উপজেলার ফুটবল কিংবদন্তী মো. মাসুক মিয়া (সাবেক মেম্বার), প্রবীণ মুরব্বী খয়ের খান (মাষ্টার), রাজনগর প্রেসকøাবের কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, সিনিয়র সাংবাদিক শংকর দুলাল দেব, সাংবাদিক আহমাদ উর রহমান ইমরান, মুবিন খান ও ক্রীড়া সংগঠক শাহ পাবলু প্রমুখ। খেলায় ধারাভাষ্যকার ছিলেন রাজনগরের জনপ্রিয় উপস্থাপক এইচ এম এবাদ ও সাবেক ক্রিকেটার ফয়সল আহমদ।
মেগা ফাইনালে আল্লাহর দান স্পোটিং ক্লাব, টেংরাবাজারকে দুই উইকেটের ব্যবধানে হারিয়ে সানফ্লাওয়ার স্পোটিং ক্লাব, রাজনগর জয়ী হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে নগদ টাকা ও পুরস্কার তুলে দেন।
খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ অর্জন করেন সানফ্লাওয়ার স্পোটিং কøাবের কাজল আহমদ, সেরা ব্যাটসম্যান হোন সালমান আহমদ, প্লেয়ার অব দ্যা টুর্ণামেন্ট অর্জন করেন আল্লাহর দান স্পোটিং ক্লাবের বিষ্ণু।