স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া জেলার বৃহত্তম সাহিত্য সংগঠন হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগতীয় রোববার দিনব্যাপি ফ্রি চক্ষু শিবির সম্পন্ন হয়।
চক্ষু শিবিরে বিভিন্ন এলাকার প্রায় ১ হাজার ২’শ রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান এবং ৭৮ জন রোগীকে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশন করা হয়।
সংগঠনের সভাপতি সাহিত্যিক ও শিক্ষক এম এস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, হাকালুকি যুব সাহিত্য পরিষদের উপদেষ্ঠা ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ভুকশিমইল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আবুল মনসুর, শিক্ষানুরাগী মইনুল ইসলাম সোহাগ, শিক্ষক শফিকুর রহমান ও সংগঠনের সহ-সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।