স্টাফ রিপোর্টারঃ সোমবার রাত ৯টার দিকে দৈনিক যুগান্তরের কুয়াকাটা প্রতিনিধি, কলাপাড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এবং কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের উপর হামলা চালায় স্থানীয় কতিপয় সন্ত্রাসী। এ সময় আহত হন জামাল হাওলাদার, শাকিল খলিফা, ছলেমান ফকির, সবুর মিয়া, রেজাউল করিম রাসেলসহ আরও অনেকে। আহতদের মধ্যে চারজন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।
এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটি। জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ সভাপতি মোঃ হারুন অর রশিদ, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী রেজা দোজা, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম, শফিউল্লাহ মুন্সী, আকলিমা আক্তার শিউলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি. এম সাগর এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় সোপর্দে দাবী জানান।