স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র মামলার আসামী মুহিদ মিয়াকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সিআইডি। মঙ্গলবার রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সিআইডি ওসি মোঃ আবু সাইদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মুহিদকে মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, সাবিয়া গ্রামে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোশ পড়ে রাতের অন্ধকারে বসত ঘরে হামলা ও গাড়ী ভাংচুর এর ঘটনায় লিটন মিয়া (৩৫), রিপন মিয়া (২৭), কাওছার মিয়া (২৫), মুহিদ মিয়া (৪০), বেলাল মিয়া (৩৮), ফজলু মিয়া (২৫), মুহিবুর রহমান (৩৭)সহ অজ্ঞাত ৩/৪জনকে আসামী করে ২০১৭ সালের ২২ নভেম্বর মামলা দায়ের করেন রোকেয়া বেগম (মামলা নং-২৩)। পরবর্তীতে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সিআইডি তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মুহিদকে গ্রেফতার করে।
মৌলভীবাজার (অপরাধ তদন্ত বিভাগ) সিআইডি ওসি মোঃ আবু সাঈদ বলেন- প্রাথমিক ভাবে গঠনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।
Post Views:
0