ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার ভোক্তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ৫ প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন জেলা কার্যালয়ে বসে উক্ত অভিযোগগুলো নিস্পত্তি করেন। এসময় লিটন এন্টারপ্রাইজকে ৪ হাজার, পাল ট্রেডার্সকে ৪ হাজার, শাফী ইন ফার্মেসীকে ৬ হাজার, শ্রীমঙ্গল ফার্মেসীকে ৪ হাজার ও কেয়ার হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমান করা হয়।
উক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অতিরিক্ত দাম নেয়া, প্রতিশ্রুত সেবা যথাযথ ভাবে না দেয়া ও অবহেলার দ্বারা সেবা গ্রহীতার অর্থহানী ঘটানোর অভিযোগ ছিল।
মৌলভীবাজারে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
