কুলাউড়া প্রতিনিধিঃ
হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হলে ও পরে প্রতিপক্ষকে স্বেচ্ছায় নিজের পদ ছেড়ে দিয়ে অনন্য নজির স্থাপন করেন। জানা যায় গত ১৬মে উপজেলা আহবায়ক এডভোকেট আবেদ রাজার নেতৃত্বে হাজীপুর ইউনিয়নে বিএনপির ইউনিয়ন কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে দুই জন প্রার্থি সমান সংখ্যক ভোট পান। এর পর উভয় প্রার্থীর সম্মতিক্রমে লটারি টানা হয়। এতে সাবেক চেয়ারম্যান মাহমুদ আলীর নাম উঠে। উপজেলা নেতৃবৃন্দ সভাপতি হিসাবে মাহমুদ আলীর নাম ঘোষনা করেন এবং সেক্রেটারি হিসাবে আব্দুল হাইর নাম ঘোষনার পরেই প্রতিপক্ষ সভাপতি পান্না এতে ক্ষিপ্ত হন। এবং তিনি এই লটারি প্রক্রিয়া মানেন না এ দাবী করে উঠে চলে যান। পরবর্তীতে এটি জেলা সভাপতি এম নাসের রহমান পর্যন্ত গড়ালে জেলা সভাপতি পুনঃকাউন্সিল দেয়ার নির্দেশ দেন। কিন্তু কাউন্সিলের একদিন পূর্বে একটি সমঝোতা বৈঠক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কয়েকজন সদস্যের উপস্থিতিতে মাহমুদ আলীর বাড়িতে অনুষ্টিত হয়। উক্ত বৈঠকে হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তার পদ প্রতিপক্ষ প্রার্থি পান্নার জন্য ছেড়ে দেন। এবং ঘোষনা দেন এর মাধ্যমে যাতে হাজীপুর বিএনপি ঐক্যবদ্ধ থাকে এবং কেন্দ্রের যে কোন কর্মসূচী পালনে সবাই যেন ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ে।