কাতার থেকে নিজস্ব সংবাদদাতাঃ কাতারস্থ কুলাউড়ার যুবকরা ঈদুল ফিতরে “কর্জে হাসানা তহবিল” নামে প্রায় ২৫ সদস্যের ছোট্ট পরিসরে একটি সংগঠনের যাত্রা শুরু করেন।
এই সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়া হয় আব্দুল বাছিতকে ও সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয় আলী জামাল তালুকদার এবং কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় নাজিম উদ্দিন মুস্তাককে।
কুলাউড়া এই যুবকদের উদ্দ্যেশ্য হলো তারা একে অন্যের মাঝে ভ্রাতৃত্ব বৃদ্ধি করে পারস্পরিক সম্পর্ক তৈরী করা, প্রবাসে একে অন্যের পাশে দাড়াতেই ভিন্য এবং সেবামূলক এই উদ্যোগ। তাদের সংগঠনে যারাই সম্পৃক্ত হবেন তাদের জন্য একটি রোলস তৈরী করা হয়। তারা সবাই মিলে অল্প অল্প করে একটা তহবিল তৈরি করবেন এবং এই সংগঠনের কর্মীরাই জরুরত মুতাবেক কর্জে হাসানা নিতে পারবেন বলে জানা যায়। প্রাথমিক পর্যায়ে অবশ্যই সময়ের আলোকে ব্যাপকভাবে দেওয়া যেতে পারে।
হঠাৎ কেন এই আয়োজন? এমন প্রশ্নে বেশ দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থানকারী মিছবাহ উদ্দিন বলেন। আসলে আমার পরিচিত প্রায় সহপাঠি, বন্ধুদের সাথে যোগাযোগ রয়েছে, দেশ থেকে সবাই যদিও মনে করেন প্রবাস মানে টাকা আর টাকা! সেই টাকার গাছদের প্রবাসের অবস্থা আমি বুঝি,জানি। তাদের সাথে বিভিন্ন সময় প্রয়োজনে অপ্রয়োজনে যোগাযোগ হলে বিষয়টি লক্ষ করি একটি উদ্যোগ নেওয়ার। তিনি জানান তার বেষ্ট ফ্রেন্ড আলী জামাল তালুকদার একজন ভাইয়ের পাশে দাড়িয়েছিলেন। সে ভাইয়ের মায়ের অপারেশন হবে আর তার কাজ না থাকায় ভালো অবস্থানে আছেন এমন অনেকের কাছেই হাত পেতে কারো কাছ থেকে কোন সহযোগিতা না পেয়ে তাদের দারস্থ হন এবং তারা নিজেরাই নিজেদের উদ্যোগে সহযোগিতা করেন তার মায়ের অপারেশনে। মুলত আমরা দুইজন এই চিন্তাভাবনা বেশ কিছুদিন থেকে করে আসছিলাম। আজ শুরু করতেও পেরেছি এজন্য শুকরিয়া ।
আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে পেরেছি ছোট্ট পরিসরে হলেও অন্তত আমাদের সাথে সম্পৃক্ত কিছু ভাইদের আকামা, কোম্পানি রদবদল সহ দেশে বোনদের বিয়ে সাদী সহ বিভিন্ন সময়ে সহযোগিতা করতে পারবো । প্রবাসীরা দেশে পরিবারের প্রয়োজনে কঠিন সময়ে কড়া লাভের উপর টাকা নিতেও দেখেছি, আমরা চাই আমাদের মত ছোট্ট ছোট্ট পরিসরে হলেও সবাই উদ্যোগ নিক অন্তত নিজেরাই ত উপকার পাবেন আর সুদ থেকেও বাচলেন।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একাধিক স্থানে ‘করযে হাসানা’র কথা উল্লেখ করেছেন। যেমন,
✳ – আল্লাহ বলেন:
مَّن ذَا الَّذِي يُقْرِضُ اللَّـهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً ۚ
“এমন কে আছে যে, আল্লাহকে করযে হাসানা (উত্তম ঋণ); অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ-বহুগুণ বৃদ্ধি করে দিবেন।” (সূরা বাকরা:২৪৫)
✳ তিনি আরও বলেন,
مَّن ذَا الَّذِي يُقْرِضُ اللَّـهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ وَلَهُ أَجْرٌ كَرِيمٌ
“এমন কে আছে যে, আল্লাহকে করযে হাসানা (উত্তম ঋণ); অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ-বহুগুণ বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক পূরস্কার।” (সূরা আল হাদীদ:১১)
✳ তিনি আরও বলেন:
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّـهَ قَرْضًا حَسَنًا ۚ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّـهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا ۚ
তোমরা নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে করযে হাসানা বা উত্তম ঋণ দাও। তোমরা নিজেদের জন্যে যা কিছু অগ্রে পাঠাবে, তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিতরূপে পাবে।” (সূরা মুদ্দাসসির: ২০)
কর্জে হাসানা ত অনেক সওয়াবের কাজ সেইভাবনা থেকেই আমাদের পথচলা শুরু করেছি । আর আমরা চাই আমাদের মাঝে ভালো একটি সম্পর্ক থাকুক, গড়ে উঠুক ভ্রাতৃত্বের বন্ধন। কাতারস্থ কুলাউড়ার যুবকরা ঈদুল ফিতরে “কর্জে হাসানা তহবিল” নামে প্রায় ২৫ সদস্যের ছোট্ট পরিসরে একটি সংগঠনের যাত্রা শুরু করেন।
এই সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়া হয় আব্দুল বাছিতকে ও সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয় আলী জামাল তালুকদার এবং কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় নাজিম উদ্দিন মুহস্তাককে ।
Post Views:
0