স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার পৌরসভার সভাপতি মো. আলকাছ উর রহমানের সভাপতিত্বে ও ইউনুস সিদ্দিকীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি ও সিলেট বিভাগীয় সভাপতি ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সেক্রেটারি মাওলানা ফারুক আহমদ, সংগঠনের উপদেষ্টা ও রাজনীতিবীদ ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমেদ ফারুক।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ মানুষ।
মৌলভীবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল
