স্টাফ রিপোর্টার: সরকারি নীতিমালা অনুসরণ করে সাংগঠনিকভাবে পরিচালনা, শিক্ষার মানউন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার আম্বিয়া কে.জি স্কুলে আনুষ্ঠানিক আলোচনা সভায় এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আম্বিয়া কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতি আহমদ সিরাজের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, অধ্যক্ষ মো. মুজিবুর রহমান শহীদনগর আদর্শ বিদ্যা নিকেতনের পরিচালক আব্দুল হান্নান ও আম্বিয়া কে,জি স্কুলের অধ্যক্ষ মমতা রানী সিনহা ও জীনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান প্রকৌশলী সাইফুর রহমান ।
আলোচনা শেষে শমশেরনগর আইডয়াল কিন্ডার গার্টেন অধ্যক্ষ মো. মুজিবুর রহমানকে আহ্বায়ক ও আদমপুরস্থ জীনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান প্রকৌশলী সাইফুর রহমানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. মোস্তাফিজুর রহমান, মো. সোয়েব আহমদ, মো. মাসুদ আহমদ, তপন কালোয়ার ও শেখ মো. লতিফুর রহমান।
সভায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত ২২টি কেজি স্কুলের অধ্যক্ষ ও পরিচালকরা উপস্থিত ছিলেন। আগামী তিন মাসের মধ্যে একটি পুর্ণাঙ্গ কমিটি গঠনরেও সিদ্ধান্ত হয়।
Post Views:
0