স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ ও লেখক ফোরাম এর সার্বিক সহযোগীতায় শনিবার শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে মাদক বিরোধী সচেতনতামূলক যুব সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
লেখক ফোরামের সভাপতি মোঃ আবু তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদউর রহমান ইমরান এর পরিচালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন, যুগান্তর স্বজনের জেলা সভাপতি ও বড়লেখা নারী শিক্ষা একাডেমীর প্রভাষক মোঃ জসিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কর্মকর্তা সুবোধ কুমার বিশ্বাস, হোয়াইট পার্ল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাজান, স্বজন উপদেষ্ট এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, শেখ বোরহান উদ্দিন (র) ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, লেখক ফোরামের সাধারণ সম্পাদক দীপ্তেন্দু দাশগুপ্ত কাজল, সৈয়দ ইশতিয়াক জাকিরিন, আদর মাদকাসক্তি পূর্ণবাসন কেন্দ্রের পরিচালক নিখিল তালুকদার, স্বজন সহ-সভাপতি মোক্তাদির হোসাইন, লেখক ও কলামিষ্ট এহসান বিন মুজাহির ও স্বজনের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ মেরাজ প্রমুখ।
এছাড়াও ইফতার মাহফিলে নানা শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।
মাদক বিরোধী সচেতনতামূলক যুব সমাবেশ ও ইফতার মাহফিল
