স্টাফ রিপোর্টারঃ বর্ষিজোড়া ইকোপার্কের বন্য শুকরের ব্যাপক তান্ডবে ল-ভ- হয়ে গেছে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আনারস, কাঠাল, কলা, লেবু ও আমন ধান। এমন আকস্মিক ফসলহানীতে ক্ষতিগ্রস্থ হয়েছেন জগন্নাথপুর, গোয়ালাবাড়ী ও সোনাপুর গ্রামের শতাধিক কৃষক।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে বাগান রক্ষা ও প্রয়োজনীয় ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্থ বাগান মালিকরা।
স্থানীয় মেম্বার ওয়াছির মিয়ার সভাপতিত্বে ও এনামুল হক এনামের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- বাগান মালিক জয়নাল আবেদীন কাজল, হালিম মিয়া, রহিম মিয়া, সালাত মিয়া, পাবলু মিয়া, শাহ হেলাল সাহেল, মনজুর মিয়া প্রমুখ।
মৌলভীবাজারে বাগান রক্ষা ও ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন
