স্টাফ রিপোর্টারঃ আমেরিকা প্রবাসী মনসুর আহমেদ এর সহযোগিতায় মৌলভীবাজারে ইফতার সামগ্রী বিতরণ করেছে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস)।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি হোসাইন আহমদ, সংবাদকর্মী ওমর ফারুক নাঈম।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল হোসাইন, মিজানুর রহমান রাসেল, সাইফুর রহমান চৌধুরী, এম জুনায়েদ আহমদ, মোহাম্মদ ফয়েজ, সুহেল আহমদ, শাহ ওমর আলী প্রমুখ। এতে গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বোরহান উদ্দিন সোসাইটির ইফতার সামগ্রী বিতরণ
