ষ্টাফ রিপোর্টার
জেডিসি পরীক্ষায় জেলার মধ্যে শ্রেষ্ট হয়েছে মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা। মাদ্রাসাটিতে এবার জেডিসিতে ৭ জন টেলেন্টপুল ও ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে এবং ২০১৮ সালের জেডিসি পরীক্ষায় ৫০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে শতাভাগ উক্তীর্ণ হয়। এদিকে এবতেদায়ীতে ৩ জন টেলেন্টপুল ও ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে এবং সমাপনী পরীক্ষায় প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তির্ণ হয়।
জেডিসিতে টেলেন্টপুল প্রাপ্ত শিক্ষার্থীরা হলো-মোঃ মাহবুবুল আলম, মোঃ মাছুম বিল্লাহ, মুহসিনা জাহান সুন্নাহ, সানজিদা আক্তার রিয়া, উম্মে হাবিবা নাদিয়া, মুনতাহা আক্তার ও মিম আক্তার পিংকি। এদিকে এবতেদায়ীতে টেলেন্টপুল প্রাপ্তরা হলো-নাবিলা আক্তার, হাফিজা খাতুন ও ডলি আক্তার।
জানা যায়, মাদরাসাটি ২০০৬ সালে মৌলভীবাজার সদর উপজেলার শ্রীমঙ্গল রোডস্থ পুলিশ লাইন এলাকায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বোর্ড পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এপ্লাসের দিক থেকে এই প্রতিষ্ঠান মৌলভীবাজার জেলার মধ্যে শীর্ষস্থানে রয়েছে।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মোঃ আব্দুল হক বলেন, “এবছর মেধা স্থানের দিক থেকে মাদ্রাসা পর্যায়ে জেলায় জামেয়ার অবস্থান শীর্ষে উন্নিত হওয়ায় আমরা মহান রাব্বুল আলামীনের শুকুরিয়া আদায় করছি। পাশাপাশি মাদ্রাসার সম্মানিত শিক্ষক, অভিভাবক, সুধীমহল ও ম্যানেজিং কমিটির সদস্যদের সার্বিক প্রচেষ্টা, সহযোগীতা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি”।
Post Views:
0