স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের আটাশতম নির্বাচনি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ মার্চ সকাল সাড়ে ১১ টায় হাসপাতালের কনফারেন্স রুমে এ নির্বাচনি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য ও বিএনএসবি চক্ষু হাসপাতালের আজীবন সদস্য নেছার আহমদ।
বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি ও মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন প্রতিষ্ঠানের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চন্নু। সম্পাদকীয় প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এম এ সালাম, ছাদিক আহমদ, প্রকৌশলী আব্দুল মুনিম, ফয়জুল করিম ময়ুন, এডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন, সৈয়দ হেদায়েত উল্লাহ বেলাল, সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ, আবদুল হামিদ মাহবুব ও মতিন বখস প্রমুখ।
সভা শেষে ৩ বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট হাসপাতাল পরিচালনার কমিটি গঠন করা হয়। ১৭ সদস্য বিশিষ্ট কমিটির বাহিরে ২জন কো-অপ্টড সদস্য রয়েছেন।
কমিটির সদস্যরা হলেন:- সভাপতি জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল হোসেন, সহ-সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি ডাঃ ছাদিক আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ মোসাইদ আহমদ চন্নু, যুগ্ম সম্পাদক আবদুল হামিদ মাহবুব, যুগ্ম সম্পাদক এস এম উমেদ আলী ও কোষাধ্যক্ষ গোলাম মুহিত খান।
সদস্য: এডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন, প্রকৌশলী আব্দুল মুনিম, আকিল আহমদ, সৈয়দ তৌফিক আহমদ, নুরুল ইসলাম তরফদার, সৈয়দ মোজাম্মেল আলী শরিফ, এডভোকেট রাধাপদ দেব সজল, সৈয়দ হেদায়েত উল্লাহ বেলাল ও আলহাজ্ব মাহমুদুর রহমান।
সভায় হাসপাতালের আজীবন সদস্য ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।