ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের অবস্থানকে কেন্দ্র করে শনিবার সকাল সাড়ে ১১টায় উত্তেজনা সৃষ্টি হয়। সংঘর্ষ এড়াতে সকাল থেকে এঘটনায় কলেজে পুলিশ মোতায়ন করা হয়েছে। সকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে কলেজে একটি মিছিল হয়। কিছুক্ষণ পর জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধূরীর নেতৃত্বে আরেকটি মিছিল এসে মিলিত হয়। পরে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাসে মিছিল দেয়া হয়। বেলা ১২টার দিকে কলেজে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ সমর্থিত ছাত্রলীগের আরেকটি গ্রুপ ক্যাম্পাসে অবস্থান নেয়।
এতে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা তৈরী হয়। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ সোহেল আহাম্মদের নেতৃত্বে কলেজের সাধারণ শিক্ষার্থীদের বের করে দেয়া হয়। তবে সকাল থেকেই ক্যাম্পাসে পুলিশ অবস্থান করছিল।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সুহেল আহম্মদ বলেন, উভয় গ্রুপ মিছিল দিয়েছে। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের উত্তেজনা
