মৌলভীবাজারের কমলগঞ্জে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭ মার্চ দুপুর ১২ টায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি আহমদ সিরাজের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম.সি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সাইয়্যিদ মুজীবুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যাংকার মোঃ সালাহ উদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মমতা রানী সিনহা। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেয়া হয়।
কমলগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
