কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয় । স্কাউট সম্পাদক মোশাহিদ আলীর পরিচালনায় ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে কাবাডি প্রতিযোগিতায় অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন শমসেরনগর পুলিশ ফাড়িঁর ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, মো.মোস্তাফিজুর রহমান, আসহাবুর ইসলাম শাওন, এডভোকেট মো. সানোয়ার হোসেন, হাসান আহমেদ প্রমুখ। কাবাডি প্রতিযোগিতায় মোট ৪ টি দল অংশগ্রহন করে। প্রথম সেমিফাইনালে কমলগঞ্জ পৌরসভা লালদল আলীনগর ইউনিয়ন কাবাডি দলকে পরাজিত করে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমীফাইনালে পতনউষার ইউনিয়ন কাবাডি দল রহিমপুর ইউনিয়ন কাবাডি দলকে পরাজিত করে ফাইনালে উঠে। পরে ফাইনাল খেলায় পৌরসভা লালদল ২৩-২০ পয়েন্টে পতনউষার ইউনিয়ন কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি তুলে দেন অতিথিরা ।
কমলগঞ্জে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
