স্টাফ রিপোর্টার:
বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ঘোরী ওয়াসিম আব্বাস ও শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী সুমন মিয়া’র হত্যার প্রতিবাদে ও ঘাতক পরিবহণ শ্রমিকদের শাস্তির দাবিতে আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
যাত্রী অধিকার আন্দোলন মৌলভীবাজার শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
যাত্রী অধিকার আন্দোলন মৌলভীবাজার শাখার নেতৃবৃন্দ বলেন, আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ। আমরা চাই পরিবহন সেক্টরে শূংখলা ফিরে আসুক। পরিবহণ হোক জন বান্ধব। সড়ক হোক সবার জন্য নিরাপদ।
তারা আরোও বলেন, আমরা পরিবহণ শ্রমিকদের বিরোদ্ধে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিগুলো আদায় হবে।
এসময় তারা আগামীকাল বুধবার (২৭ মার্চের) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার সর্বস্তরের সচেতন নাগরিককে উপস্থিত থাকার আহবান জানান।
মৌলভীবাজারে বাস থেকে ফেলে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আগামীকাল মানববন্ধন
