বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজারের শেরপুরে উদার পরিবহনের বাসের চাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম হাসান (২২) নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে এ ঘটনা ঘটে।
জানা যায় ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহন (ঢাকা মেট্র ভ-১৪-১২৮০) চালক ও হেল্পারের সাথে কথাকাটির একপর্যায়ে হেল্পার তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়। চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে সে গুরুত্বর আহত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমওজি ওসমানী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
চাপা দিয়ে গাড়িটি পালিয়ে যায়। পরে বেগমপুর নামক স্থান থেকে বাসটি আটক করে স্থানীয়রা। নিহত ওয়াসিম হাসান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুদ্র গামের মাহবুবর রহমানের ছেলে। সে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ওসি কামরুল ইসলাম বলেন ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ক্যাপশনঃ মৌলভীবাজারে বাসের চাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম হাসান নিহত।
মৌলভীবাজারে বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
