শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিউজিল্যান্ডের স্ক্রাইস্টচার্চ মসজিদে জুমা’র নামাজ আদায় কালে উগ্র খ্রিষ্টান জঙ্গী কর্তৃক শতাধিক মুসলিম হত্যা ও নির্বিচারে হামলার প্রতিবাদে বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ ও তালামিযে ইসলামিয়া শ্রীমঙ্গল শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (২১মার্চ) জুম্মা নামাজ শেষে শ্রীমঙ্গল থানা জামে মসজিদ (বড় মসজিদ) থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্ত্বরে এসে শেষ হয়। এসময় তালামীযে ইসলামিয়া’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদ এর সঞ্চলনায়, সভাপতিত্ব করেন, বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ’র সভাপতি মাওলানা মুজিবুর রহমান আলমাদানী। বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান, ফয়েজ আহমদ, তালামিযে ইসলামিয়া’র সভাপতি বদরুল ইসলাম, পৌর আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক শামছুল দুহা খান, শ্রীমঙ্গল ছাত্রলীগের সভাপতি মসুদুর রহমান মসুদ, ফয়েজ আহমদ, সোহাগ আহমেদ, সাবেক তালামীযের সাধারণ সম্পাদক আ: রহিম তানভীর, তালামীযের সাবেক সভাপতি আব্দুল আজিম, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল হক শাকিল প্রমুখ। বক্তব্যে বক্তারা এ বর্বর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীসংঘের কাছে এ হামলার বিচার দাবী করেন।
Post Views:
0