ষ্টাফ রিপোর্টারঃ
“দৈনিক যুগান্তর” স্বজন সমাবেশের ২৫ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার সরকারি কলেজ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়দ মুহিবুর আলীকে সভাপতি ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ আব্দুল কালামকে সাধারন সম্পাদক করা হয়।
এছাড়া কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম, সহ-সাধারন সম্পাদক আব্দুস সুবহান দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল ইসলাম, দপ্তর সম্পাদক মামুন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, সাহিত্য সম্পাদক তারেক আহমদ, প্রকাশনা সম্পাদক সোহাগ, সমাজকল্যান সম্পাদক মনির হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল মজিদ, ক্রীড়া সম্পাদক মাছুম আহমদ ও প্রচার সম্পাদক ইমন কৈরী সহ আরো ১০ জনকে কার্যকরী পরিষদের সদস্য করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, স্বজন সমাবেশ মৌলভীবাজর সভাপতি প্রভাষক জসিম উদ্দিন ও সাবেক কলেজ সভাপতি আব্দুস সামাদ চৌধুরী প্রমুখ।
যুগান্তর স্বজন সমাবেশের মৌলভীবাজার সরকারি কলেজ কমিটি গঠন
