সাবরিন সফিক লিমা:
.
এদেশের শ্রমিক-মজুর ভাত খেতে পায় ঘামের দামে,
অনাহারী ভিক্ষুকগুলো বাধ্য হয়েই রাস্তায় নামে।
এখানে কৃষক মাঠে কেমন করে ফসল ফলায়,
তাকিয়ে দেখো একবার কতো ঘা হয় পায়ের তলায়।
গায়ে নেই শক্তি তবু বৃদ্ধ চালক রিকশা চালায়,
একটু এদিক-ওদিক হয়ে গেলেই কিল ঘুষি খায়।
এদেশের টোকাইগুলো ডাস্টবিন থেকে ক্ষুধা মেটায়,
ছোটোখাটো চুরিও করে পরোয়া নেই আর লোকের পেঠায়।
বেকার ওই যুবক জানে কতো ব্যথা জমা মনে,
কতোটা লাজ-অপমান সইছে যে রোজ প্রতিক্ষণে।
এদেশের জেলে, মাঝি, নাপিত কিংবা মুচি তাঁতি,
প্রতিদিন যুদ্ধ করেই বাঁচে ওরা জন্ম থেকেই যোদ্ধা জাতি।
জীবনের বেশি সময় কাটে ওদের অনাহারে,
তবুও মুখ খুলেনা, হাত পাতেনা কারো ধারে।
শতো কষ্টে মুখ ফুটেনা, চোখ ভেজেনা তবু।
দিন চলে যায় ওদের যুদ্ধ শেষ হয়না কভূ।
জন্মান্তর যুদ্ধ করে সুখ তো দেখে নাহি,
ভেবে দেখো ওদের যুদ্ধ নয়কি হৃদয়গ্রাহী?
ওদের যেদিন দুঃখ ঘুচবে পাবে সুখের আবাস।
বলবো সেদিন বেশ হয়েছে,বাহ
বাংলাদেশ, সাবাশ।
.
আসুননা ভাই একটু দাড়াই ওদের পাশে এসে,
কাজকে ওদের সম্মান দেই একটু
ভালোবেসে।