আদালত প্রতিবেদকঃ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষে নিহত জুবেল আহমদ হত্যা মামলার চুড়ান্ত অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গতকাল ( ১০ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা,গোলাপগঞ্জ থানার এসআই শাহ আলম ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চুড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
আদালত সূত্রমতে,চার্জশীটে অভিযুক্ত ৮ জন হলেন; ঢাকাদক্ষিণ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ,একই কলেজের সাবেক প্রচার সম্পাদক তারেক আহমদ,বাদেপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদল সভাপতি রাশেদ খান,সহ সভাপতি জালাল আহমদ,সেক্রেটারি কিবরিয়া আহমদ,ছাত্রদল নেতা সুমন আহমদ,লাবলু এবং দেলওয়ার হোসেন।
উল্লেখ্য,২০১৮ সালের ১৮ ডিসেম্বর গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের বাগলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভাকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপি’র সংঘর্ষে জুবেল আহমদ নামে এক পথচারী নিহত হন। এ ঘটনায় নিহত জুবেলকে আওয়ামীলীগের কর্মী দাবী করে আতাউর রহমান বাদী হয়ে বিএনপি,যুবদল ও ছাত্রদলের ২৩ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত চালিয়ে এ ঘটনায় ৮ জনের সম্পৃক্ততা পায়। এজাহারে উল্লেখ বাকী ১৫ জনকে অব্যাহতি দিয়ে উল্লেখিত ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয় পুলিশ। এখন আলোচিত এ হত্যাকান্ডের বিচার দেখার অপেক্ষায় আওয়ামী পরিবারের লোকজন।
পুলিশ সূত্র জানায়,ঘটনার পর থেকেই আসামীরা পলাতক। পুলিশ তাদেরকে গ্রেফতার করার জন্য হন্যে হয়ে খুঁজছে।