স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সদর উপজেলার বর্ষীজোড়া ও পাহাড় বর্ষীজোড়া এলাকায় নিঃস্ব সহায়ক সংস্থার উদ্যোগে সোমবার সকালে দিনব্যাপি অসহায়-দরিদ্র রোগীদের রোগ নির্ণনয় করে ফ্রি ঔষুধ বিতরণ করা হয়।
নিঃস্ব সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ এর পরিচালনায় এসময় উপস্থিত থেকে ক্যাম্পটির উদ্বোধন করেন সিলেট এমএজি ওসামানী হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ও প্রাক্তন সিভিল সার্জন শফিক উদ্দিন আহমদ, মৌলভীবাজার ম্যাটস এর উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ পদ্ম মোহন সিন্হা, চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান আখলাই মিয়া, ডাঃ স্বপন তালুকদার, ইউপি সদস্য ওয়াহিদুর রহমান জুনেদ, বাচ্চু মিয়া ও সৈয়দ আবুল কালাম প্রমুখ।
ক্যাম্পে বিনামুল্যে প্রায় ২’শ জন অসহায় রোগীদের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
Post Views:
0