কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স চালক কাজল দত্তের বিরুদ্ধে মানহানীর অভিযোগ তুলেছেন স্থানীয় এম্বুলেন্স চালকরা। স্থানীয় এম্বুলেন্স চালকদের নিয়ে কাজল দত্তের কঠুক্তিমুলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিহিত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন ৮ জন এম্বুলেন্স চালক।
অভিযোগ থেকে জানা যায়, হাসপাতালের এম্বুলেন্স চালক কাজল দত্তের বিরুদ্ধে শিশু নির্যাতনের ঘটনা নিয়ে সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। শিশু নির্যাতনের বিষয়টির সত্যতা আশপাশের লোকজনের কাছ থেকেও পাওয়া গেছে বলেও স্বীকার করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। কিন্তু কাজল দত্ত গণমাধ্যমকর্মীদের দেয়া বক্তব্যে নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় এম্বুলেন্স চালকরা পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে বিষয়টি রটাচ্ছে। আর এমন কঠুুক্তিমুলক বক্তব্যের ফলে স্থানীয় ৮ জন এম্বুলেন্স চালকরা তাদের মানহানী হয়েছে মর্মে উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক এর কাছে অভিযোগ করেছেন। এম্বুলেন্স চালক আকুল মিয়া, সুলতান মিয়া, সেলিম আহমদ, খোকন, গৌরা, রুস্তুম আলী, মইবুল ইসলাম ও নিজাম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালের এম্বুলেন্স চালক কাজল দত্তের এমন মনগড়া বক্তব্যে আমরা সচেতন এম্বুলেন্স চালকদের মান-সম্মানে আঘাত এনেছে। আমারা তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচারের দাবী করছি।
এব্যাপারে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ছুটিতে ছিলাম, আজ (৩মার্চ) এসেছি। খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কুলাউড়া হাসপাতালের এম্বুলেন্স চালকের বিরুদ্ধে মানহানীর অভিযোগ
