স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে সোনার বাংলা আদর্শ ক্লাবের উদ্যোগে দ্বিতীয় মেধা যাচাই প্রতিযোগীতার বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি ও মনুমুখ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক শেফুলের সভাপতিত্বে শাম্মু চৌধুরীর পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারি শিক্ষা অফিসার ময়নুল হক, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ মিয়া, সাধুহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিনাশ চন্দ্র দে, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মনুমুখ পিটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবজীবন গোস্বামী।
এসময় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরষ্কার করেন।
Post Views:
0