স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেছে মৌলভীবাজার সরকারি কলেজ।
২৪ ফেব্রুয়ারী, রবিবার মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোয়ায়েল ইসলাম বিজয়ীদের সনদ প্রদান করেন। শুদ্ধসূরে জাতীয় সংগীত গাওয়া এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় সঙ্গীত চর্চাকে অনুপ্রাণীত করতে জেলা পর্যায়ে এই প্রতিযোগীতার আয়োজন করেছে জেলা প্রশাসন। প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে মৌলভীবাজার সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ম স্থান অধিকার করে।
কলেজের পক্ষ থেকে প্রতিযোগীতায় অংশ নেয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান- উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন আহমেদ, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ চৌধুরী, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান মোহাম্মদ জাকির হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোবারক খান ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের অগ্রদূত জাকের আহমদ অপু প্রমুখ।
Post Views:
0