জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় করা, খাদ্য পণ্যে ক্ষতিকর রং ব্যবহার করা, পোড়া তেল ব্যবহার করে হোটেলে রান্না করাসহ বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে এ অভিযানে করা হয়। জুড়ী থানার পুলিশ ফোর্স এ অভিযানে সহযোগিতা করেন । অভিযানকালে পোস্ট অফিস রোডে অবস্থিত মা-জেরিন ফামের্সীকে ৩ হাজার টাকা, হাজী নবীব আলি ম্যানশনে অবস্থিত সেন্ট্রাল ফামের্সীকে ২ হাজার টাকা, জুড়ী বাজারে অবস্থিত সুলতান রেষ্টুরেন্টকে ১ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
Post Views:
0