কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কুলাউড়া ও শ্রীমঙ্গল ৬ শ ২৩ পিস ইয়াবাসহ ৩জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৯। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ। সোমবার ১৮ ফেব্রুয়ারি রাতে পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
র্যাব-৯ (সিপিসি-২) এর কোম্পানি অধিনায়ক মোঃ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে জেলার কুলাউড়া উপজেলার পূর্ব ব্রাহ্মণবাজারের তিন ভাই রেস্টুরেন্টের সামনে ইয়াবা বিক্রির সময় দু’জনকে আটক করা হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় আটককৃত দু’জনকে তল্লাশী করে ৪ শ ২২ পিস ইয়াবা পাওয়া যায়। অন্যদিকে পৃথক অভিযানে শ্রীমঙ্গল উপজেলার ১ নং পুল এলাকা হতে ২ শ ১ পিস ইয়াবা এবং একটি পিকআপসহ আরেক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুলাউড়া উপজেলার বাঁশউরী গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে মোঃ ওয়াসিম আহমেদ (৫০), রাজনগর উপজেলার মেলাঘর গ্রামের মৃত রইছ মিয়ার পুত্র মোঃ রকিব আলী (৩০) এবং সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাস্থ মামনপুর গ্রামের নেয়াজ আলীর পুত্র নিজাম মিয়া (৩০)। আটক আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনি কার্যক্রমের জন্য কুলাউড়া ও শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।
কুলাউড়ায় ও শ্রীমঙ্গল থেকে ছয় শতাধিক ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যাব
