জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় যাত্রা শুরু করলো বাইসাইকেল ভিত্তিক সংগঠন জুড়ী সাইক্লিং কমিউনিটি।
রবিবার (১৭ই ফেব্রুয়ারী) দুপুরে জুড়ী শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বাইসাইকেল শোভাযাত্রা পুরো শহর প্রদক্ষিণ করে জুড়ী টিএন খানম একাডেমি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির আহমদ আলী সায়েম, রাজীব দে অনিক, ইমন আহমেদ, সৈয়দ রাফিউল ইসলাম, সৈয়দ মিজান সহ প্রমুখ।
পরে জুড়ীতে যাত্রা শুরু করা নতুন সাইক্লিং কমিউনিটির একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়। পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন, আশরাফুজ্জামান রিশাদ, সুলতান হোসাইন রাজু, আব্দুল হাদি শাওন, দেওয়ান মারজান মেহেদি, বিলাল আহমেদ, তাপস দাস ও সুজিত দাস।
জুড়ীতে সাইক্লিং কমিউনিটির যাত্রা শুরু
