স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার আওয়ামীলীগের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দা জোহরা আলাউদ্দিন। শনিবার ১৬ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তাকে বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ১১ ফেব্রুয়ারি। ওইদিন পর্যন্ত অন্য কোন প্রার্থী মনোয়নপত্র জমা দেননি। পরের দিন মনোনয়নপত্র যাচাই শেষে তার মনোয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। এরপর শনিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ দিন মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন তিনি। সংরক্ষিত নারী আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সামাজিক মাধ্যমগুলোতে তাকে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এর আগে ৮ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবণ গণভবন থেকে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে নামের তালিকা তুলে ধরেন।
সৈয়দা জোহরা আলাউদ্দিন একাধারে মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক, জাতীয় মহিলা সমিতি মৌলভীবাজারের সাবেক সভাপতি ও কাজীরগাও শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করেন। জোহরা আলাউদ্দিন ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার বাড়ী মৌলভীবাজার পৌর শহরের কাজীরগাও এলাকায়।
সৈয়দা জহুরা আলাউদ্দিন এক প্রতিক্রিয়ায় জাগরণকে জানান, দল আমাকে মানোনয়ন দিয়েছে। আমি নির্বাচিত হয়েছি। আমার এলাকার উন্নয়নে যথাসাধ্য কাজ করার চেষ্টা করব।
মৌলভীবাজারে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত সৈয়দা জোহরা আলাউদ্দিন
