কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু রেলসেতুর নিচ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১৬ ফেব্রুয়ারি সকালে এ লাশ উদ্ধার করা হয়। ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে এবং তার বয়স আনুমানিক ২৪ বছর হবে এমনটি ধারণা পুলিশের।
কুলাউড়া থানা পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে মনু রেলসেতুর নিচে অজ্ঞাতনামা যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন কুলাউড়া থানা পুলিশকে জানায়। খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত সঞ্জয় চক্রবর্তী ও এসআই মাসুদ আলম ভুইয়া ঘটনাস্থলে যান এবং দুপুর ১২ টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত সঞ্জয় চক্রবর্তী জানান, লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত ব্যক্তির নাড়িভুড়ি বেরিয়ে গেছে। লক্ষণ দেখে মনে হয় ট্রেনের ধ্বাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) নিহত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।
কুলাউড়ায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
