কুলাউড়া প্রতিনিধি:
একতাই প্রগতির মূলনীতি এমন স্লোগান নিয়ে কুলাউড়া উপজেলার জয়চন্ডীতে টিভি এন্ড টিভি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাত ৮টায় জয়চন্ডীর রায়গ্রাম সংলগ্ন মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আহমদ খাঁন এর পৃষ্টপোষকতায় প্রথমবারের মতো এ খেলাটির আয়োজন করে ইউনিটি গ্রুপ জয়চন্ডী ইউনিয়ন। গ্রুপের উপদেষ্টা নাইম আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আহবাব হোসেন রাসেল, আশার আলো সামাজিক সসংস্থার বোর্ড চেয়ারম্যান আল মামুন জয়, জেলা তথ্য প্রযুক্তিলীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা প্রজন্মদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম প্রমুখ।
গ্রুপের সভাপতি আনোয়ার হোসেন সাজু জানান, আয়োজিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩২টি দল এন্টিভূক্ত হয়েছে। নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে। উদ্বোধনী খেলায় এস এ যুবায়ের ক্লাব বড়লেখ মুখোমুখি হয় দুবাই প্রবাসি বিলাল ঘাটেরবাজারের সাথে। নির্দিষ্ট সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। পরিশেষে টাইব্রেকারে ২-১ গোলে ঘাটেরবাজার বিজয়ী হয়। ২য় খেলায় কুলাউড়া গ্রাম মোকাবেলা করে মাইটি বয়েজ কুলাউড়ার সাথে। নির্ধারিত সময়ে ২-০ গোলে বিজয়ী হয় কুলাউড়া গ্রাম।
খেলা পরিচালনা করেন কুলাউড়ার কৃতি ফুটবলার মোল্লা উমর এবং সহযোগীতায় ছিলেন, জাহিদুল ইসলাম ও মাহমুদুস সামাদ কয়েস। প্রতিটি খেলা শেষে তারকা খেলোয়াড়কে ম্যান অব দ্যা ম্যাচ সম্মাননা দেয়া।
Post Views:
0