বড়লেখা প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিতরা আল্টিমেটাম দিয়েছেন। রফিকুল ইসলাম সুন্দর আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী।
রফিকুল ইসলামের মনোনয়ন ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামীলীগের উপজেলা সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন এবং উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আহমদ আল্টিমেটাম দিয়েছেন।
এর আগে রবিবার দুপুরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সোয়েব আহমদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। মিছিল পরবর্তী সমাবেশে তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কালো টাকার বিনিময়ে আমাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় উপস্থিত নেতাকর্মীরাও কান্নায় ভেঙ্গে পড়েন।
এদিকে সোমবার দুপুরে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মি: সুন্দরের মনোনয়ন বাতিলের দাবিতে মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন সাংবাদিকদের সাথে আলাপকালে দলীয় প্রার্থীকে প্রত্যাখান করে বলেন, আমার বিশ্বাস ছিলো, আমাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনা করে দলীয় মনোনয়ন দেওয়া হবে। দলের একজন সদস্য হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে আমার সক্রিয় অবস্থান এবং বিভিন্ন আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছি।
এসময় তিনি কেন্দ্রের এ হঠকারী সিদ্ধান্ত প্রত্যাখান করেন। এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে মি: সুন্দরের দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান।
বড়লেখায় মনোনয়ন বঞ্চিতদের আল্টিমেটাম
