কমলগঞ্জ প্রতিনিধি:
আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে পূনরায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেলেন বর্তমান চেয়ারম্যান কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
রোববার দ্বিতীয় ধাপের নির্বাচনের জন্য চেয়ারম্যান প্রার্থীদের নাম চুড়ান্ত করে দলের মনোনয়ন বোর্ড।
জানা যায়, কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোয়ন ফরম সংগ্রহ করে জমাদান করলেও শেষ পর্যন্ত নৌকার প্রার্থী হিসেবে চুড়ান্তভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন কমলগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
দ্বিতীয় দফার ঘোষিত তফশীল অনুযায়ী কমলগঞ্জসহ দেশের ১২২টি উপজেলায় আগামী ১৮মার্চ ভোট গ্রহন অনুষ্টিত হবে।