স্টাফ রিপোর্টারঃ
আওয়ামীলীগের সংরক্ষিত নারী আসনে মৌলভীবাজার থেকে আ’লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা মহিলা আ’লীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন। সংরক্ষিত নারী আসনে তার নাম ঘোষণার পর সামাজিক মাধ্যমগুলোতে তাকে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সৈয়দা জোহরা আলাউদ্দিন একাধারে মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক, জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজারের সাবেক সভাপতি ও কাজীরগাও শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করেন। জোহরা আলাউদ্দিন ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার বাড়ী মৌলভীবাজার পৌর শহরের কাজিরগাও এলাকায়।
সৈয়দা জহুরা আলাউদ্দিন যুগান্তরকে বলেন, দল আমাকে মানোনয়ন দিয়েছে। আগামী ১১ তারিখ নির্বাচন কমিশনে দলীয় মনোনয়ন জমা দিলে ইনশাআল্লাহ আমি সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবো।
সংরক্ষিত আসনে আ’লীগের মনোনয়ন পেলেন মৌলভীবাজারের জোহরা
