স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলার ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনা মিয়ার বাড়ি থেকে ডাকাতি হওয়া স্বর্ণলংকার ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডস্থ এম.বি আর জুয়েলার্স থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করে। এসময় এ ঘটনার সাথে জড়িত নাসির উদ্দিন ও মালা সত্য দাস নামের দোকানের দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি তদন্ত জানান, সিলেটের ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনা মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হলে ডাকাতির সাথে জড়িত ডাকাত জুয়েল মিয়া ও ডাকাত সরদার ফয়সল মিয়াকে আটক করে। পরে আটকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে এবং এক ভরি তিন আনা স্বর্ণালংকার ও নগদ এক লক্ষ ৫ হাজার ৭’শ টাকা উদ্ধার করর।