কমলগঞ্জ প্রতিনিধি:
শুক্রবার (১ফেব্রুয়ারী) মৌলভীবাজার জেলা ট্রাক,ট্র্যাংক লরী,কভার্ড ভ্যান,পিকআপ শ্রমিক ইউনিয়নের(রেজি: নং চট্ট-২৪০৩)এর অন্তর্ভূক্ত কমলগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।
সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটানা ভোট গ্রহণ চলে। এতে সভাপতি পদে জহিরুল ইসলাম(ছাতা মার্কা)১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী স্বপন সিংহ(আনারস মার্কা) ৪০ভোট পান ও সাধারণ সম্পাদক পদে মো: মছব্বির খাঁন ( টেলিভিশন মার্কা) ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী আব্দুর রকিব(মটর সাইকেল মার্কা) ৮৩ ভোট পেয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ওয়াদুদ মিয়া ও দপ্তর সম্পাদক বাবুল আচার্য্য এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে কমলগঞ্জ পুলিশ প্রশাসনের সার্বিক সহযোযোগীতায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠ ও শন্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। মোট ১৫টি পদে বিভিন্ন প্রার্থীর মধ্যে ৯জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কমলগঞ্জে ট্রাক ট্র্যাংকলরী, কর্ভাডভ্যান, পিকআপ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
