স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার পলিটেকনিক ইনিস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিণিয়ারিং ফাইনাল পরীক্ষায় শিক্ষকদের হাতে থাকা অভ্যন্তরীণ নম্বর ননটেক (গণিত) শিক্ষক শহিদুল ইসলামকে মারধর করেছে কতিপয় দুর্বৃত্তরা। এনিয়ে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মাতারকাপন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা সাজ্জাদ নামে এক হামলাকারীকে আটক করে ও আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতলে ভর্তি করে।
কলেজ সূত্রে জানা যায়, চলমান ডিপ্লোমা ইঞ্জিণিয়ারিং ফাইনাল পরীক্ষায় গণিত শিক্ষক শহিদুল ইসলামের হাতে ১১০ নম্বর ছিল। ওই পরীক্ষায় ঘটনার ২০ দিন আগে একজন পরীক্ষার্থীকে বেশি নম্বর দেয়ার সুপারিশে আসেন মির্জা আফজাল ও সাজ্জাদ নামের দুই জন লোক। বেশি নম্বর দেয়ার কোনো সুযোগ নেই বলে শিক্ষক তাদের বিদায় করে দেন। এখান থেকে গিয়ে হামলাকারী মির্জা আফজাল ওই শিক্ষকের সাথে দেখা করার জন্য একাধিকবার ফোন দেয়। আহত শিক্ষক হামলাকারীর সাথে দেখা করেননি। পরবর্তীতে আবারও বারবার ফোন দেয়ায় শিক্ষক তার নাম্বারটি ব্লক করে দেন। এর কিছু দিন পর ঘটনার দিন মির্জা আফজাল, সাজ্জাদ ও তাদের আরেক সহযোগী নিয়ে রাস্তায় শিক্ষক শহিদুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়।
এবিষয়ে মৌলভীবাজার পলিটেকনিক ইনিস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, ইতি মধ্যে একজন হামলাকালীকে সনাক্ত করা হয়েছে। বাকীদের আইনের আওতায় আনার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ চেষ্টা করছেন।
Post Views:
0