স্টাফ রিপোর্টার:
দৈনিক যুগান্তর পত্রিকা ২০ বছরে পদার্পন করায় শুক্রবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভা, র্যালী ও কেক কাটার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
স্বজনের জেলা সভাপতি প্রভাষক জসীম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক উমর ফারুক টিপুর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী জেলা জাতীয় পার্টি সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন আহমদ, স্বজনের উপদেষ্টা এডভোকেট আবু তাহের প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।