স্টাফ রিপোর্টার:
জেলা কারাগরের সামনে মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা ময়লা স্তুব ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করল কারা কর্তৃপক্ষ।
এর আগে বুধবার দুপুরে ময়লা অপসারণের জন্য জেল সুপার বরাবর আবেদন জানায় এলাকাবাসী। আবেদনে দ্রুত ময়লা অপসারণের ব্যবস্থা নেয়ার আহব্বান জানায় তারা।
কারা কর্তৃপক্ষ দ্রুত ময়লা সরিয়ে সেখান পলি বালু ফেলেছে। এতে এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেল সুপার অনেকে ধন্যবাদও জানাচ্ছেন।
ইউমেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আফজল হোসেন ও সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বলেন, জেল সুপার আমাদের দেয়া কথা রেখেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আশা করি বিসিক কর্তৃপক্ষও আমাদের কথা রাখবে।
এবিষয়ে জেল সুপার আনোয়ারুজ্জান বলেন, ময়লার বিষয়টি নিয়ে আমি নিজেও সাফার করেছি। ময়লাগুলো পৌরসভা নিতে দেরী করায় এরকম অবস্থা হয়েছে।
তিনি আরোও বলেন, আগামী ১ থেকে দেড় বছরের মধ্যে এ জায়গায় ফুলের বাগন হবে।
ময়লা অপসারণ করল কারা কর্তৃপক্ষ
