কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন আজম শাহ (রঃ) দরগাহ মাঠে ২৭ জানুয়ারি রবিবার বিকেলে হযরত আজমশাহ (রঃ) মাজার সংলগ্ন কুমড়াকাপন মাঠে এক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর আয়োজনে এ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা হতে ১৬ টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মনিরাজ ঘোড়া, রানার আপ হয়েছে হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার জলালী ঘোড়া।
পৌর মেয়র মো. জুয়েল আহমেদ জানান, প্রায় শত বছর ধরে আজম শাহ (রঃ) এর উরস উপলক্ষ্যে এখানে মেলা বসে। এলাকার মানুষের মধ্যে প্রাণ ফিরিয়ে আনাই এই ঘোড়া দৌঁড় প্রতিযোগিতার আয়োজনের লক্ষ্য। দিনব্যাপী এই আনন্দ আয়োজনের সিলেটের বিশ্বনাথ, জগন্নাথপুর,ছাতক, চুনারুঘাট,নবীগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার ও স্বাগতিক কমলগঞ্জ উপজেলার মোট ১৬ জন সৌখিন প্রতিযোগি এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যা ৬ টায় কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রথম বিজয়ী মনিরাজের মালিক রাজুর হাতে একটি ১৭ ইঞ্চি রঙ্গিন টিভি ও রার্নাসআপ জলালীর মালিক শফিক মিয়ার হাতে একটি ১৪ ইঞ্চি রঙ্গিন টিভি তুলে দেন সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপপ্রাপ্ত) সুমী আক্তার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, এম মোসাদ্দেক আহমেদ মানিক, ইমতিয়াজ আহমেদ বুলবুল, আব্দুল হান্নান, আনোয়ার হোসেন প্রমূখ।
কমলগঞ্জে ওরস উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযাগিতা
