কমলগঞ্জ প্রতিনিধি:
কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার দুপুর ২টায় কমলগঞ্জ উপজেলা অডিটরিয়ামে এম মোসাদ্দেক আহমদ মানিকের সভাপত্বিতে ও অধ্যাপক রফিকুর রহমানের পরিচালনায় আনুষ্টিত হয়। সভায় অতিথি ছিলেন সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সাংসদ নেছার আহমদ। বক্তব্য রাখেন মিছবাউর রহমান, এডভোকেট রাধাপদ দেব সজল, ইফতেখার আহমদ বদরুল, আব্দুল হান্নান, হারুনুর রশীদ ভূঁইয়া প্রমুখ।
সভায় আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ৮ জন আবেদন করেছে তারা হচ্ছেন অধ্যাপক রফিকুর রহমান, এম মোসাদ্দেক আহমদ মানিক, হারুনুর রশীদ ভূইয়া, শাকুর খান, মহিউদ্দিন, আব্দুল মুনিম তরফদার ও আব্দুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য আেেবদন করেছেন ৫ জন তারা হচ্ছেন, বিলকিস বেগম, মুন্না রায়, সাইদা রহমান নিফা, গৌরী দেব ও মেরী র্যাফী। ভাইস চেয়ারম্যান পদের জন্য আবেদন করেছেন ৯ জন তারা হচ্ছেন, ছিদ্দেক আলী, জয়নাল আবেদিন, সাবিবর এলাহি, জুয়েল আহমদ, রাম ভজন কৌরী , আনন্দ মোহন সিংহ, গোপাল নুনিয়া, নারায়ন পাল ও আব্দুল গফুর প্রমুখ।
Post Views:
0