কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন বিশিষ্টি গাইনী চিকিৎসক ডা. সুধাকর কৈরী।
শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে প্রথমে আলীনগর ইউনিয়নের কামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭৬ শিক্ষার্থীর মাঝে পরবর্তীতে পর্যায়ক্রমে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত একই ইউনিয়নের লাংলিয়া, যোগিবিল ও মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
ডা. সুধাকর কৈরী জানান, তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি নিজ ইউনিয়নের ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২৯ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন। প্রতি বছরই তিনি এভাবে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্বজিৎ সিংহ, সুনীল কৈরী ও মোশাহিদ আলীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।