স্পোর্টস রিপোর্টার:
কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৩৯ টিমের অংশগ্রহনে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) সকালে কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বৃহৎ এই লীগের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কুলাউড়ার ক্রীড়াঙ্গনের ভূয়সি প্রশংসা করে বলেন খেলাধুলায় কুলাউড়া উপজেলা একটি উর্বর স্থান। এখানের সারা বছর খেলাধুলা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন খেলাধুলার উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তবে স্থানীয়ভাবে খেলাধুলায় উৎসাহ উদ্দীপনা, পৃষ্ঠপোষকতায় যদি বিত্তবানরা এগিয়ে আসেন তাহলে আমাদের ক্রীড়াঙ্গন আরো সমৃদ্ধ হবে, আরো সফলতা আসবে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু লাইছের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া সহকারি কমিশনার (ভূমি) সাদিউর রহিম জাদিদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়ের, কমর্ধা ইউনিয়ন পরিষদের চোরম্যান এম এ রহমান আতিক, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্স, নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি আজিজুর রহমান, সংলাপ পত্রিকার চীফ রিপোর্টার সাইদুল হাসান সিপন, স্টাফ রিপোর্টার সুমন আহমদ, দৈনিক মানব জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কালের কন্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, শ্রী কাবুল পাল, পৌর যুবলীগের আহবায়ক শাহিন আহমদ, ফ্রান্স প্রবাসী আতিকুর রহমান আতিক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টু, সিপিএ এর সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম, তাতীলীগের সদস্য সচিব ইবাদুল আলম সুলাভ, নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক সোহেল আহমদ, রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি নজমুল হক ও সহ-সম্পাদক আবু আহমদ ভূইয়া, কুলাউড়া কাবাডি সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির, প্রবাসী জিল্লুর রহমান, মৌলভীবজার জেলা ছাত্রলীগের সহসভাপতি ফজলে নুর, কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক প্রবাসী আক্তারুল আলম রুবেল, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগ নেতা রায়হান সাজু, কলেজ ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আল জেবু ও সাধারণ আনোয়ার বখস।
এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ন্যাশনাল স্পোর্টসের স্বত্বাাধিকারি ফয়জুল হক লিটন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে ন্যাশনাল স্পোর্টস।
এই লীগে ৩৯টি টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্ধিতা করে আমতৈল বিপ্লবী একাদশ কাদিপুর বনাম বন্ধন স্পোটিং ক্লাব বরমচাল।